নাজমুল হোসেন, রাজবাড়ী জেলাঃ
ছবি যুক্ত : নাজমুল হোসেন, রাজবাড়ী
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১টি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জার সহ সোহান শেখ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে তিন টার দিকে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি হলো:রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোলাবাড়ীয়া এলাকার মৃত মো. সিদ্দিক শেখের ছেলে সোহান শেখ। পুলিশ সূত্রে জানা যায় , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়া পুড়া ভিটা নামক এলাকায় অভিযান পরিচালনা করে শহিদ শিকদার এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ১টি ব্যাটারিচালিত ভ্যান ও ৯টি ভ্যানের চার্জার সহ সোহান শেখ কে আটক করা হয়। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মাদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি যুক্ত : নাজমুল হোসেন, রাজবাড়ী