নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
ছবি গৃহীত, নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ই মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে দৌলতদিয়ার পুড়াভিটা মৌসুমির বাড়ির সামনে গলির রাস্তার উপর হইতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিন যুবক হলো: রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার সূর্য্য নগর এলাকার ১|মো. মুসলিম সরদারের ছেলে মো. আকাশ সরদার (১৯), ২| রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার সূর্য্য নগর এলাকার বড়চর বেণী নগর এলাকার মোহাম্মদ ইউনুস সরদারের ছেলে মো. মিনহাজুল সরদার(২০),৩| চর নারায়ণপুর এলাকার মোহাম্মদ আজাহার মাস্টারের ছেলে মো.আতাহার(২৬)। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল হক সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উত্তর দৌলতদিয়ার পুড়া ভিটা নামক এলাকার মৌসুমীর বাড়ির সামনে গলির রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার টাক্কু, ১টি নীল রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।