বৃহস্পতিবার, দুপুর ১২:৪০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৪০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিয়ার ও বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া স্টেশন সংলগ্ন হোটেল নীরালায় পৃথক অভিযান পরিচালনা করে ঝুমুর বেগম ও তাঁর স্বামী সাবেক দৌলতদিয়া ইউনিয়নের সদস্য জলিল ফকির কে বিদেশি মদ ও বিয়ার সহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। প্রেসনোটে জানানো হয়, গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়। জলিল ফকির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার মৃত সৈজুদ্দিন ফকিরের ছেলে এবং সাবেক দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘদিন পলাতক থাকার পর দৌলতদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন নীরালা বোর্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই রাতে এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে উত্তর দৌলতদিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন হোটেল নীরালা বোর্ডিংয়ের নিচ তলার ৭ নম্বর রুম থেকে ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়। ঝুমুর বেগম জলিল ফকিরের স্ত্রী। পুলিশ ঝুমুর বেগমের কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। গ্রেপ্তারের পর ঝুমুর বেগম ও জলিল ফকিরকে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামিদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ছবি গৃহীত, নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top