বুধবার, সকাল ৬:৫৬, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার, সকাল ৬:৫৬, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিরোধ নিষ্পত্তি চলাকালে ২পক্ষের মারামারি আহত ৪

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া জমিজমা সংক্রান্ত চলমান শালিসের মধ্যেই দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।  স্থানীয়রা জানান, সকালে দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ার আলামিন সরদার (৪০) ও হাবিবুর রহমান হবি ফকির (৮০) মধ্যে চলমান জমি জমার বিরোধ নিষ্পত্তির জন্য একটি শালিসি বৈঠক বসে। উক্ত শালিসি বৈঠক উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম বাবলু,উপজেলা কৃষক দলের নেতা আবু বক্কারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শালিসের এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি মারামারি শুরু হয়। এতে দুই পক্ষে ৪ জন আহত হন। আহতরা হলো: আলামিন সরদারের পক্ষের,  ওমর সরদার (৪০) ফারুক সরদার( ৩৮) ও শুভ সরদার (২৫),এবং হবি ফকিরের পক্ষের এবারত ফকির(২৩)। আহতদের মধ্যে ওমর সরদার(৪০) অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মারামারির ঘটনার বিষয়ে একটা অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  –

ছবি সংযুক্ত : নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top