বৃহস্পতিবার, দুপুর ১২:০০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:০০, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে মাদক ও স্বর্নাংলকারসহ আটক এক

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ চেক পোস্ট বসিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্বর্নালংকার ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ সজল (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। আটককৃত মাদক কারবারি হলো:ঝিনাইদহ জেলার বিষয় খালি খন্দকার পাড়ার আওয়াল এর ছেলে সজল (৩৭)। প্রেসনোটে জানানো হয় যে, এসআই (নিঃ) সোহানুর রহমান সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সজলের নিকট থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও সুমি জুয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে সারে ৫ (পাঁচ) ভরি ওজনের দূল, লকেট, বয়াসলেট পায়েল ও পাঁচ ভরি রোপ্য, নগদ আট হাজার টাকা ও এসব কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top