নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে রিক্সা-ভ্যান শ্রমিক ঐক্য সংস্থার ১৫০ জন শ্রমিকের মাঝে ৩০ কেজি করে চাউল ঈদ সামগ্রী উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে ১ নং ফেরী ঘাট এলাকায় রিক্সা-ভ্যান শ্রমিক ঐক্য সংস্থার মাঝে ঈদ উপহার সামগ্রী চাউল বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা এবং দৌলতদিয়া ইউনিয়ন রিক্সা-ভ্যান শ্রমিক ঐক্য সংস্থার অন্যান্য নেতৃবৃন্দরা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
ছবি যুক্ত : নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-