নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দের চঞ্চল্যকর হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. নাজমুল মোল্লার স্বীকারোক্তির ভিত্তিতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠের পাকা বাউন্ডারির নিচ ফাঁকা অংশে ধুলাবালির মধ্য থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। রবিবার (২ মার্চ)ভোর রাত ৪টার দিকে রাজবাড়ী সদর থানার আহলাদিপুর এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৪ নং ওয়ার্ডের জুরান মোল্লার পাড়া এলাকার মৃত আব্দুল মোল্লার ছেলে মোহাম্মদ মিজান মোল্লা (৪০) ও মো. নাজমুল মোল্লা (৩৫)। এর আগে গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি গোয়ালন্দ বাজার প্রধান সড়ক লোটাস কলেজিয়েট স্কুল এর সামনে দিবালোকে কয়েকজন অস্ত্রধারী ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম মাসুদ সরদার(৩৫) কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঐ মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ঐ ঘটনার মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
ছবি যুক্ত: নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-