গার্গী
কথার মেলা, কথার খেলা, চলছে আয়োজন
, ছন্নছাড়া শব্দ খুঁজি কাব্য প্রয়োজন।
যত্ন করে রত্ন জ্ঞানে সাজাই মনের কথা,
যাই যে ভুলে অনেক কথা পাই যে বিষম ব্যথা।
সৃষ্টি যত শব্দ অন্তরের গভীর কথা
যত্ন করে কলম বন্দি করে রাখা
ছন্নছাড়া বাক্য সব তাদের নিয়ে করি খেলা
আপোষ করি ক্ষনে ক্ষনে
এলোমেলো সৃষ্টিরা ছুটে চলে আমার শব্দ বুননে।
সৃষ্টি সব ছন্নছাড়া পায় কি পরিপূর্ণতা?
© গার্গী