বৃহস্পতিবার, দুপুর ২:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:৫৮, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জল জোছনা

মোঃ রফিকুল ইসলাম

জল জোছনা’য় স্বপ্ন ছোঁয়া
মাঘের পূর্ণিমাতে —
প্রেমিক যুগল ভালবাসার
শিশির ভেজা রাতে!

প্রেমের ভাষা হয় যে খাসা
উপচে সরোবরে–
পাশাপাশি ভালোবাসি
আদর মাখা স্বরে !

চোখের নেশায় মনের ভাষা
কলকল অনুভূতি
চাঁদনী রাতের ইশারাতে
মণি-মুক্তার জ্যোতি!

অপেক্ষা’তে উথলে ওঠে
উথাল পাথাল শ্বাসে —
নিশাচরে ডানা ঝাপটায়
আলিঙ্গনে ভাসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top