সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. তাসনিম জারা। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন। রাজনীতিতে আসার পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতার অভিযোগ উঠেছে, তবে তিনি এই অভিযোগগুলোকে পুরোপুরি বানানো গল্প বলে দাবি করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ডা. তাসনিম জারা বলেন, “রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। কিছু মানুষের দাবি, আমি ব্র্যাকের সঙ্গে কাজ করি। আমি এ বিষয়ে সত্যটি প্রকাশ করব, যাতে আপনি নিজেই বুঝতে পারেন কোনটা সত্য আর কোনটা তাদের মনগড়া গল্প।”