নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-
ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সৈদাল পাড়া গ্রামের আব্দুস সালাম মোল্লার ৩য় সন্তান ‘মাই সাউন্ড এর প্রতিষ্ঠাতা পরিচালক এম,ভি,সি রিয়াজ এর ২৫ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যার পর নিজ বাসভবনে ২৫তম জন্মদিন ধর্মীয় ভাবগামবীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই শুভ জন্মদিনের অনুষ্ঠানের শুরুতেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তাঁর পর আমন্ত্রিত মেহমানদের জন্য ইফতার এর ব্যবস্থা করা হয়েছে। ইফতারের পর ২৫ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে মাই সাউন্ড এর প্রতিষ্ঠাতা পরিচালক এম,ভি,সি রিয়াজ এর ২৫ তম জন্মদিন পালন করলেন। এম,ভি,সি রিয়াজ বলেন, ২৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আরো বলেন, আমি মানুষের ভালোবাসা পেতে চাই। সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া চাই, মানুষের ভালোবাসা আমার প্রয়োজন। আমি মানুষকে ভালবাসলে মানুষ আমাকে ভালোবাসবে। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা সাউন্ড ও লাইটিং মালিক সমিতির সাধারণ সম্পাদক আবির সাউন্ড এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল আজিম, জিয়া দাদশী বাজার,রিয়াজ জামতলার হাট, কাজী ডেকোরেটরের মালিক কাজী সেলিম, মজনু রাজবাড়ী, জহির গোয়ালন্দ বাস স্ট্যান্ড, জামতলার হাটের সেলিম সহ বিভিন্ন সাউন্ড এবং লাইটিং এর মালিক ও মিস্ত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।