মোঃ রফিকুল ইসলাম
নারী আমার বীরাঙ্গনা
নখরাঘাতে ক্ষত
নারী আমার গদ্য পাঠে
বাংলা মায়ের মতো!
নারী আমার দখি’না বাও
সাগর পারের হাওয়া
নারী আমার জীবনসঙ্গী
ভাটিয়ালি গাওয়া!
নারী প্রেমের সুবাস ছড়ায়
চাঁদনি রাতের হাসি
মনমাতানো ফাগুন সুরে
রাখালিয়া বাঁশি!
নারী আমার গীতিকবি
শ্রাবন বরসায়..
রঙ্গ-রসের প্রেমের তরী
উজান গাঙে বায়!