স্টাফ রিপোর্টার-
এম আরিফ আহমেদ
স্টাফ রিপোর্টার- স্টাফ রিপোর্টার- পবিত্র রমজানের উপলক্ষে বাংলাদেশ সহ সরাবিশ্বের সকল মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন,যুক্তরাজ্য বিএনপি’র সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদ। এম আরিফ আহমেদ মুঠোফোনের মাধ্যমে তিনি বলেন, পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলমান উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তিনি আরো বলেন, হিংসা, বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসা সহ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময় মহান আল্লাহু রাব্বুল আলামিনের দরবারের তিনি এই প্রার্থনা জানান। সেই সাথে দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম উম্মাহ’রকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।