বিবিসি
পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে আজ মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বেলুচিস্তানের বোলান এলাকায় এই ঘটনা ঘটেছে, যেখানে গোষ্ঠীটি পাকিস্তানের কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাত্রীর জাফর এক্সপ্রেস ট্রেনটিতে হামলা চালায়।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, তারা ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়েছে। বিএলএ এক বিবৃতিতে বলেছে, হামলার আগে তারা সিবি জেলার রেললাইনে বোমা ফেলেছিল।
পাকিস্তানের পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
বেলুচিস্তান সরকারের এক মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, হামলাকারীরা ট্রেনে ব্যাপক গুলি চালিয়েছে। বিএলএ দাবি করেছে যে, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ট্রেনের বেশ কিছু যাত্রী তাদের হাতে বন্দী রয়েছে। তারা সতর্ক করে দিয়েছে যে, উদ্ধারের চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হতে পারে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নওয়াজ হামলার নিন্দা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।