বৃহস্পতিবার, দুপুর ১২:২৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:২৪, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে ঈশ্বরদীতে বিশাল ইফতার ও দোয়া মাহফিল

ব্যুরো প্রধান

২৭/০৩/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকালে সাহাপুরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে, ঈশ্বরদীর মরহুম মাসুম মন্ডল সহ তার প্রয়াত পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনায় তার নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন।
পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, পাবনা জেলা গোয়েন্দা ডিবি শাখার ইনচার্জ হাসান বশির, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-পরিদর্শক শরিফুজ্জামান, জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান,
“প্রেসক্লাব পাবনা”র সভাপতি
ইন্জিনিয়ার সোহেল রানা বিপ্লব,
সাধারণ সমপাদক রফিকুল আলম রঞ্জু,
সাংগঠনিক সমপাদক শফিক আল কামাল।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আজমল হোসেন সুজন, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, সাবেক ভিপি ও বিএনপি নেতা রেজাউল করিম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন প্রমুখ।
এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ৪৭ কারামুক্ত নেতৃবৃন্দসহ পাবনা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী এ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top