ব্যুরো প্রধান
পাবনা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ে থাকা,এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।
থানা সূত্রে জানা যায়, নিহত যুবক পাবনা পৌর এলাকা শালগাড়িয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে মিলন হোসেন (৪০)।
পরিবার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে কে বা কাহারা মিলন হোসেনকে হত্যা করে ফেলে রেখে চলে যায়। ইফতারের আগে মিলন হোসেন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় মিলন হোসেন নামে একজন পড়ে আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এখন নিবিড় তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে যে,এটা হত্যাকান্ড নাকি কোন রোড এক্সিডেন্ট।