বৃহস্পতিবার, দুপুর ২:১৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ২:১৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্বপাড়ায়(যৌনপল্লী) নারীদের মাঝে ঈদ উপহার বিতরন

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীতে বসবাসরত প্রবীণ নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে মুক্তি মহিলা সমিতির হলরুমে ৫০ বছরের ১২০ জন যৌনকর্মীর প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩৫ বছর ধরে যৌনপল্লীতে বসবাসকারী রাবেয়া আক্তার বলেন, “অনেক বছর ধরে আমরা মানবেতর জীবনযাপন করছি। জেলা প্রশাসনের এই উদ্যোগ আমাদের ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।” আরও শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারে ক্বেরাত প্রশিক্ষণের সমাপনী শ্রীমঙ্গল এমএসবি ইসলামিক সেন্টারে ক্বেরাত প্রশিক্ষণের সমাপনী উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, সমাজের পিছিয়ে পড়া এই নারীদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। মুক্তি মহিলা সমিতির কর্মকর্তারা জানান, এই সহায়তা প্রবীণ যৌনকর্মীদের ঈদের প্রস্তুতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়রা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, সমাজের প্রান্তিক এই নারীদের প্রতি সহমর্মিতা দেখানো সকলেরই নৈতিক কর্তব্য। জেলা প্রশাসনের এই উদ্যোগ অন্যান্য জেলার জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন। উপহার পাওয়া নারীদের অনেকেই জানান, দীর্ঘদিন পর তাঁরা ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের অবহেলিত এই শ্রেণির জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

ছবি যুক্ত: নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top