বৃহস্পতিবার, দুপুর ১২:৩৩, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৩৩, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধীর ঋণের টাকা আত্মসাত, অভিযোগ সমাজসেবা কর্মকর্তা- কর্মচারীর দিকে!

নিজস্ব প্রতিবেদক –

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা অন্তর্গত সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে মোঃ সেলিম পিতা – আঃ সামাদ একজন প্রতিবন্ধী। ২০০৪ সালে প্রতিবন্ধী সেলিমের নামে ঋণ আবেদন অনুমোদন করে কে বা কারা ঋনের টাকা নিয়েছে, তার হদিস মিলছে না এখন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসের সমাজকর্মী শফিকুল ইসলাম যখন সেলিমের নামে বরাদ্দকৃত খেলাপি ঋন আদায় করতে যায়, তখনই টনক নড়ে।সেলিমের পরিবার থেকে জানানো হয় যে, সেলিমের নামে কোন ঋন নেয়া হয় নি। প্রতিবন্ধী সেলিমের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া জানায়, তার বাবা কোন ঋন নেননি, ঋনের আবেদনও করেন নি।

কিন্তু সমাজসেবা অফিসের চাপে সেলিম ও তার পরিবার ভীত, সন্ত্রস্ত। এ বিষয়টি নিয়ে টাইম বুলেটিন টুয়েন্টি ফোর উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সাথ যোগাযোগ করলে তিনি জানান, তৎকালীন সমাজসেবা কর্মকর্তা মোঃ আঃ মমিন এবং ইউনিয়ন সমাজকর্মী শ্রী প্রভাত কুমার সাহা ঋনটি বিতরণ করেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ করা হয়নি, খেলাপি ঋণ হিসাবে গণ্য হয়ে আছে।তৎকালীন সমাজসেবা কর্মকর্তা আঃ মমিন এবং সমাজকর্মী প্রভাত কুমার সাহা এখন কোথায় আছেন তা এখন পর্যন্ত জানা যায় নি। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনগণ মনে করেন এ অনিয়ম ও ধোঁয়াশা সমাজসেবা অফিসকেই কাটাতে হবে। সেলিমের ভাই শাহাদাৎ হোসেন বলেন, আমার ভাই যেহেতু লোন নেয় নাই, কিন্তু তার নামে লোন ঝুলছে। তাই ঘটনাটির সুরাহা করতে হবে, প্রথমত সেলিমকে ঋণমুক্তি দিতে হবে, দ্বিতীয়ত এ টাকা কে বা কারা আত্মসাৎ করলো তা খুঁজে বের করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top