আজ মহান মুক্তিযুদ্ধের স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার নেতৃত্বে উপহার দিয়েছেন। স্বাধীন চেতায় এদেশের গণমানুষ সকল উন্নয়নে সফলতা দেখিয়েছেন। ত্রিশ লক্ষ মানুষের তাজা রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে পেয়েছি আমাদের দীর্ঘ সময়ের লালিত স্বাধীনতা। তার পারিবারিক, শিক্ষা জীবন, জেলখানা এবং রাজনৈতিক জীবনের ঐতিহাসিক বর্ণনায়,দেশ ও দেশের বাইরের অনেক জ্ঞানীগুণী লেখক, কবি,বুদ্ধিজীবি বই আকারে শতশত লেখায় এবং স্বাধীন গণমাধ্যমের প্রচারে, মানুষের হৃদয়ে অনেক আগেই তিনি স্থান করে নিয়েছেন। তিনি বাংলার মানুষকে মনেপ্রাণে গভীর ভাবে ভালবাসতেন। তিনি বিশ্বাস করতেন, ভালবাসা-ভালবাসায়। তিনি সাধারণ গণমানুষের মাঝে চর্চাও করতেন।এই লৌহ মানব বেঁচে থাকলে,সার্বিক উন্নয়নের পাশাপাশি, মানুষের মানবিক উন্নয়নে অনেক আগেই সফলতা আসতো বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। আমরা শুধু দৃশ্যমান স্থাপনা উন্নয়নে, বেশি ঝুকে
পড়েছিলাম। মানুষের মানবিক ও রাজনৈতিক উন্নয়নে আমরা একদমই সফল হতে পারিনি।
আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানুষের জন্য রাজনৈতিক ও মানবিক উন্নয়ন ঢের বেশি প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক আদর্শের সমাজ গঠনের অতি প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো অনেক আগেই সংযোগ করতেন। পাকিস্তানের সেনা-শাসিত ও ধর্মরাষ্ট্র সরকারের চরম বৈষম্যের শিকার ছিলাম আমরা। আজ এই মহান নেতার শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই। পাশাপাশি সকল অপশক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোড়দাবী জানাচ্ছি! শুভ জন্মদিন ও শিশু দিবসে বিনম্র শ্রদ্ধা!
মোঃ রফিকুল ইসলাম
কবি, সাংবাদিক