গতকাল ২১ মার্চ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া, পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপি দলীয় নেতা মোঃ বেলাল হোসেনকে তার সামাজিক গুরুত্বপূর্ণ কাজে অবদানের জন্য ঢাকাস্থ বড় পাঙ্গাসী সমিতি সন্মাননা স্মারক প্রদান করেন। সন্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতি ভবন মিরপুরে। সিরাজগঞ্জ সমিতি আয়োজিত ইফতার মাহফিলের পর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কাজী জহুরুল ইসলাম টিপু, প্রধান অতিথি ছিলেন মোঃ বেলাল হোসেন সাবেক মেয়র, উল্লাপাড়া পৌরসভা।
সমিতির পক্ষে মোঃ ইকবাল হোসেন প্রধান অতিথির হাতে সন্মাননা স্মারক তুলে দেন। হলভর্তি দর্শকদের করতালির মধ্যে দিয়ে এ সন্মাননা অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, বড় পাঙ্গাসী সমিতির ইকবাল হোসেন, বিএনপি নেতা হেলাল উদ্দিন,ইফতেখারুল লেনিন এবং সাংবাদিক ইমাম গাজ্জালীসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন বলেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা বদ্ধ পরিকর, এজন্য সকলকে এক সাথে এক জোটে কাজ করে যেতে হবে। তিনি সবাইকে শুভেচ্ছা দিয়ে তার বক্তব্য সমাপন করেন।
- অশোক কুমার রায়
বার্তা প্রদান টাইম বুলেটিন ২৪
Sent