বাংলাদেশ নদী ও পানি ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার বেইজিংয়ে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িংয়ের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূস বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থাপনার জন্য চীনের অভিজ্ঞতা অর্জন করার জন্য ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন। তিনি বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশপাশের নদীগুলির দূষিত পানি পরিষ্কার করার বিষয়ে চীনের সহায়তা চান।
চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনা ব্যবস্থার প্রশংসা করে ড. ইউনূস বলেন, চীন কিছু জটিল পানি সমস্যা সফলভাবে সমাধান করেছে। তিনি চীনা মন্ত্রীকে বলেন, “আমাদেরও একই ধরনের সমস্যা রয়েছে, আপনার অভিজ্ঞতা শেয়ার করলে আমরা খুব উপকৃত হব।”
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ একটি ব-দ্বীপ দেশ, যেখানে অনেক নদী রয়েছে। পানি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তবে কখনো কখনো এটি বিপদও ডেকে আনতে পারে। জনসংখ্যা বাড়ার কারণে আমাদের সাবধান থাকতে হবে, যাতে এটি বাস্তুতন্ত্রের ক্ষতি না করে।
চীনের পানি ব্যবস্থাপনা এবং রাষ্ট্রপতি শি জিনপিংয়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করেন ড. ইউনূস। চীনা মন্ত্রী বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষতা ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, একই ধরনের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলার গুরুত্বও তুলে ধরেন তিনি।
এটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপাক্ষিক সফর, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে। সফরকালে তিনি চীনা নেতাদের এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছেন।