মঙ্গলবার, বিকাল ৪:০৩, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার, বিকাল ৪:০৩, ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা পরপর চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, এবং বেলা পৌনে ১১টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন মসজিদটির মোয়াজ্জিন (অব.) হাফেজ আতাউর রহমান।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন প্রধান খাদেম নাসিরউল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, মুকাব্বির ছিলেন জাতীয় মসজিদের খাদেম আব্দুল হাদী।

চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ, মুকাব্বির ছিলেন মসজিদটির খাদেম মো. আলাউদ্দীন।

সর্বশেষ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ, খাদেম ছিলেন জাতীয় মসজিদের খাদেম রুহুল আমিন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন, এবং মসজিদটির মোয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top