নিজস্ব প্রতিবেদক
ছবি – প্রতীকী
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বড় মেয়ের শ্বশুর আট বছরের ছোট মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণে সহায়তা করে মেয়ের স্বামী এবং এ বিষয়ে ভাসুর ও শ্বাশুড়ি জানতেন। এজাহার অনুযায়ী বেলা তিনটায় মামলা রেকর্ড হয়। মামলাটি করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)এর ক/৩০ ধারায়। অভিযোগ করা হয় ধর্ষন ও ধর্ষনের মাধ্যমে আহত করা। মামলায় আসামি করা হয় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ভাসুরকে। আটককৃত চারজনকে মামলার এজাহার অনুযায়ী গ্রেফতার দেখানো হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে মাগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকার জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে। তারা এই জঘন্য কৃতকর্মের জন্য আসামীদের দৃষ্টান্তুমূলক শাস্তি চান। সমাজে যেন এরূপ ঘটনা আর না ঘটে সে আশাবাদ রাখেন।