সঞ্জীব সরকার
ভাবছি বসে বসে,
লাঞ্ছিত হচ্ছেন প্রবীণ বয়সে।
তবে আর কতদিন!
তারা কি হবে না প্রবীণ?
এভাবে প্রতি ক্ষণে ক্ষণে,
বিষাক্ত করিতেছে তবে মনে প্রাণে।
আগে তো ছিল না এমন!
এখন কেন শুরু হলো এমন ধরন।
হবে নাকি – এ থেকে পরিত্রাণ?
বয়:প্রাপ্তরা হবে কি প্রতিনিয়ত অশ্রদ্ধা-অপমান?
এটাই কি তাহলে তরুণদের কাজ?
যা দেখে জ্ঞানীগুণীদের কপালে পড়ছে ভাঁজ।
বসে বসে ভাবছি কবে হবে এর অবসান?
আর কতদিন গেলে প্রসন্ন হবেন ভগবান।।