বৃহস্পতিবার, দুপুর ১২:৫৬, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৫৬, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৌলতদিয়া ব্রোথেলের একটি ভিডিও ক্লিপ ছড়ানো হয়েছে। তিনি বলেন, হ্যাঁ, ভিডিওটি দৌলতদিয়া ব্রোথেলেরই, তবে এটি ৪ বছর আগে শুটিং হওয়া ‘পারফরম্যান্স’ নামের একটি নাটকের অংশবিশেষ। নাটকটি পরিচালনা করেছেন মৌসুমী, এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রোভা ও মৌটুসী। আমি ওই নাটকে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি। ভিডিও প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, শুটিং চলাকালীন অনেক দর্শক মোবাইলে ভিডিও ধারণ করেছিল। তাঁদের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, আমি এখনো দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পাইনি, তবে সংবাদ পাঠানোর অনুমতি পেয়েছি। কিন্তু ওই চক্রটি আমার ও পত্রিকার সম্মান ক্ষুণ্ণ করতেই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। মো. শহিদুল ইসলাম আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও থিয়েটারের সঙ্গে যুক্ত পাশাপাশি সাংবাদিকতা করে আসছি। আমার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আপনারা বিভ্রান্ত না হয়ে সত্যের পাশে থাকবেন এই প্রত্যাশা রইলো।

ছবি যুক্ত : নাজমুল হোসেন স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top