বৃহস্পতিবার, দুপুর ১২:৫৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৫৭, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বলেছেন, নির্বাচনের সময়সূচী বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, নির্বাচনের সময়সূচী বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি বলেন, ‘‘আমরা সকলেই সম্মিলিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দায়িত্ব দিয়েছি, যাতে তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে পারে। যত বেশি দেরি হবে, ততই বাংলাদেশের বিরোধী ফ্যাসিস্ট শক্তি এবং জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠীগুলি সুযোগ নিতে চেষ্টা করবে।’’

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা উচিত। কারণ ফ্যাসিস্টদের পাশাপাশি জঙ্গি ও উগ্রবাদীরা এই সুযোগ কাজে লাগাতে চায়। এ অবস্থায় দেশকে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করতে সচেতন রাজনৈতিক দল ও নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাই।’’

তিনি সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানিয়ে বলেন, ‘‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয়কে সুসংহত করা এখন সবচেয়ে জরুরি। আমরা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। এসময় ধৈর্য ধরার বিকল্প নেই, কারণ হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ—এসব প্রতিটি নাগরিককে পীড়িত করছে এবং ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে।’’

বিএনপি সংস্কারের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘‘বিএনপি সংস্কারের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের স্থিতিশীলতা ফেরাতে হবে।’’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে সংস্কার কার্যক্রম চলছে। তিনি বলেন, ‘‘নির্বাচনকালীন সংস্কার কাজ করতে হবে, পরে নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে।’’

তিনি আরও বলেন, ‘‘দেশটি বহুদিন পর ড. ইউনূসের কল্যাণে এবং দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরে পেয়েছে, আর কেউ যেন দেশের শান্তিকে আবার অশান্তির দিকে ঠেলে না দেয়।’’

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top