রবিবার, রাত ১২:০৫, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার, রাত ১২:০৫, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত-১আহত-১

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার- রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা পরিবহনের ধাক্কায় এক নারী নিহত ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান আক্তার নূরী (১৮) বগুড়া জেলা, শাহজাহানপুর, খাদেম বাড়ি গ্রামের বারিক এর মেয়ে। ও আহত মোটরসাইকেল চালক মো. রুহুল, রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মো. হানিফ এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো ব- ১১-৪৮ ৮৬ পরিবহনটি রহমান মাতুব্বর পাড়া, পশ্চিম উজানচর রমজান মাতব্বর পাড়া ২ নং জামে মসজিদ ও ঈদগাহ্ ময়দানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পৌঁছালে গোয়ালন্দ হইতে গোয়ালন্দ মোড়ের দিকে যাওয়ার পথিমধ্যে রাজবাড়ী ল-১১-৫৬০১ একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আরোহী নুরজাহান আক্তার নূরী (১৮) নিহত হয়। এবং মোটরসাইকেল চালক মো. রুহুল (২০) স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত নারীর হলো নুরজাহান আক্তার নূরী (১৮) বগুড়া জেলা, শাহজাহানপুর, খাদেম বাড়ি গ্রামের বারিক এর মেয়ে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন৷

ছবি যুক্ত : নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top