গোধূলি পেরিয়ে সন্ধ্যার আকাশে দেখা গেলো শাওয়াল মাসের চাঁদ। রবিবার ( ৩০মার্চ) বাদ মাগরিব বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে ইসলালামি ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সন্মানিত উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা থেকে জানানো হয় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার ঈদুল ফিতর। যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে ঈদুল ফিতরের অনুষ্ঠান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সায়েমের জন্য নিয়ে খুশির ঈদ।