এক মাসের সিয়াম সাধনার পর আজ (সোমবার) সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উপমহাদেশসহ দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার অতীতের সব রেকর্ড ভেঙে ঐতিহাসিক এই জামাতে প্রায় ৬ লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন।
সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরী জানিয়েছেন, এবারের ঈদুল ফিতরের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি উপস্থিত ছিলেন।
ঈদের এই জামাতে অংশ নিতে সকালে দূর-দূরান্ত থেকে মানুষ ঈদগাহে আসেন। ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ট্রেন সকালে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। সকাল ৯টার মধ্যেই ঈদগাহ ময়দান জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
দীর্ঘ ১৫ বছর পর জামাতে ইমামতি করেছেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন হযরতনগর এ ইউ কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।
এ বছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৮তম জামাত অনুষ্ঠিত হলো। খুতবা শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।