ব্যুরো প্রধান
সলঙ্গায় বেক্সিমকো গ্রুপের মাঠ কর্মচারীর টাকা ছিনতাই।
২৫/০৩/২৫ ইং তারিখ মঙ্গলবার রাত্রি আনুমানিক সাড়ে ৯ ঘটিকায়, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অধিনে গোলকপুর নামক স্থানে বেক্সিমকো
গ্রুপ কোম্পানির এক কর্মচারীকে মারপিটে আহত করে দুর্বৃত্তরা প্রায় তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার সময় পারভেজ আনোয়ার নামে এক ব্যক্তি জানায়, ছিনতাই হওয়া ঐ ব্যক্তির বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। তিনি বেক্সিমকো কোম্পানিতে চাকরি করতেন। ছিনতাইকারীরা গোলকপুর এলাকায় তাকে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় জনসাধারণ এই ছিনতাই ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, পুলিশ প্রশাসনের কাছে জোড়দাবী জানান।