মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জর সলংগা থানার হরিণ চড়া এলাকার মহাসড়কের নির্জনও স্থানের সুপরিকল্পিতভাবে হাইস গাড়ি চাপা দিয়ে রোকন ফারুকী ও নাসির উদ্দিন কে হত্যা করায় সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে মানববন্ধন করেছে চাচকৈর বাজার পাড়া মোড়ের সর্বস্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার ২৭ শে মার্চ বেলা 11 টার দিকে হাতটি কুমরল বোনপাড়া মহাসড়কে নয় ১০ নম্বর সেতুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগের সোমবারে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কে হরিণ চড়া বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০) মৃত্যু হয়। নিহতদের বাড়ি তাড়াশের সগিনা ইউনিয়নের হেমন গড় গ্রামে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
রোকনুজ্জামানের মা বেগম রোকেয়া বলেন, আমার ছেলের দুর্ঘটনায় মরেনি তাকে মেরে ফেলা হয়েছে হত্যাকারীদের বিচার চাই।
নিহত রোকনুজ্জামান এর স্ত্রী হীরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবারে আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে । এতিম হয়ে সে পৃথিবীতে এসেছে তাদের বিচারের দাবি করছি।
সলঙ্গা থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায় কিন্তু তদন্তের ভার দেওয়া হয়েছে হাইওয়ে থানাতে উনারা বিস্তারিত বলতে পারবেন।
এ প্রসঙ্গে হাটি কামরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউব বলেন, সড়ক পরিবহন আইনে নিহতারা মামলা করেছে আমরা তদন্ত করছি।