শনিবার, সকাল ১১:২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের দুর্গম চরের বাথানে যুবলীগ নেতার মৃতদেহ পাওয়া গিয়েছিল

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্গম চরাঞ্চলের বাথান থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বাথানের একটি ঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়, জানান কাজিপুর থানার ওসি নূরে আলম। নিহত যুবলীগ নেতা ইউসুফ আলী স্বপন (৪০) উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে এবং শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনদের কাছ থেকে জানা যায়, স্বপন দুর্গম চরাঞ্চলে গরু, ভেড়া, ঘোড়া ও ছাগল পালন করতেন এবং একাই ওই বাথানে থাকতেন। সাধারণত, তিনি প্রতি সপ্তাহে বুধবারে বাড়ি আসতেন, স্ত্রী ও সন্তানদের জন্য বাজার করে আবার বাথানে ফিরে যেতেন। কিন্তু গত বুধবার তিনি বাড়ি আসেননি, আর তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল।

বাথানের মালিক এবং স্বপনের বন্ধু সারজিল সম্পদ জানান, মোবাইল ফোন বন্ধ থাকায় বুধবারের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে স্থানীয় একজনকে পাঠিয়ে বাথানে পৌঁছানো হলে ঘরের মধ্যে স্বপনের মরদেহ পাওয়া যায়।

ওসি নূরে আলম জানান, “স্বপনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে, তার মৃত্যু তিন-চার দিন আগে হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” এই ঘটনায় থানায় কেউ অভিযোগ জানায়নি, বলেন ওসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top