সদর উদ্দিন আহমদ চিশতি
নবীর ঔরসে কাফের জন্ম হয় না,
নবী হইতে মাসুম সন্তান না হইলেও উন্নতমানের সন্তান জন্মলাভ করিয়া থাকে। উহাদের মধ্যে কেহ যদি কাফের হয় তবে তাহা মন্দ পরিবেশের চাপ এবং আপন চরিত্রের পদস্থল মাত্র। অপরপক্ষে, কাফেরের ঔরসে নবি জন্মলাভ করিতেই পারে না। আমাদের সমাজে এইরূপ মিথ্যা ভাবধারা প্রচলন করা হইয়াছে দুষ্ট রাজশক্তির প্রভাবের দ্বারা, কারণ তাহারা মহানবীকে হীন এবং সাধারণ মানুষ প্রমান করিতে অতিমাত্রায় ব্যস্ত ছিল। এই কারণে তাঁহারা রসুলুল্লাহ (আঃ) এবং আলী (আঃ) পিতার মতো উচ্চমানের ব্যক্তিত্ব দুইজনকে কাফের প্রমাণ করিবার জন্য ব্যস্ত হইয়া অসংখ্যা মিথ্যা হাদিস রচনা করিয়াছে এবং কোরানের তাফসিরকে যথাসাধ্য এই পথে কলুষিত করিতে চেষ্টা করিয়াছে। ইহার ভূরি ভূরি প্রমাণ আছে।।
জনগনের নির্বাচিত অথবা মনোনীত নেতার সাহায্যে কখনও সমাজে কল্যাণ আসিতে পারে না। এই নির্বাচন বা মনোনয়ন রহমানের তরফ হইতে মহামনবের মাধ্যমে হইতে হইবে। তবেই সমাজের সার্বিক কল্যাণ সাধিত হইবে। নতুবা সমাজ ক্রমেই কলুষ-কালিমায় নিম্নগামী হইতে থাকিবে। এইজন্য মহাপুরুষগণ নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে উন্নতমানের প্রতিনিধি বা নেতা রাখিয়া যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই চিন্তা করিয়া থাকেন।। অপরপক্ষে সমাজ সাধারণভাবে তাহাদের অমান্য করিয়া চিরকাল ক্ষতিগ্রস্ত হইয়াছে। মহানবীর বেলায় এই দুরবস্থা সর্বাধিক হইয়াছে। অবশ্য মুসলমান সমাজ গায়ের জোরে এই কথা স্বীকার করিতে প্রস্তুত নহে।।
সদর উদ্দিন আহমদ চিশতি ।