শনিবার, সকাল ১১:৩৯, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:৩৯, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় ই-কর্মার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী রচিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।

শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট শমী কায়সারকে তিন মাসের জামিন প্রদান করে এবং রুল জারি করে। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ।

গত বছরের ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। তার আগে ৫ নভেম্বর রাতের দিকে উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top