শনিবার, রাত ১১:০৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:০৯, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদ দেখা গেছে, তাই রোজা শুরু হবে রোববার

বাংলাদেশের আকাশে শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এ সিদ্ধান্তটি জানানো হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার সন্ধ্যায় এশার নামাজের সঙ্গে তারাবিহর নামাজ আদায় করবেন এবং সেহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নেবেন।

এছাড়া, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা যায় এবং শনিবার (১ মার্চ) থেকে সেখানে রমজান মাস শুরু হয়। একইভাবে, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের আরও কিছু দেশে শুক্রবার চাঁদ দেখা গেছে।

পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ নামাজের ক্ষেত্রে সমন্বয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণের আহ্বান জানিয়েছে। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করা হয়, তবে কিছু মসজিদে এতে ভিন্নতা দেখা যায়। এতে করে কর্মজীবী মুসল্লিদের জন্য পবিত্র কোরআনের খতমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয় এবং মানসিক চাপ সৃষ্টি হয়।

এ পরিস্থিতি সমাধানে ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজান রাতে পবিত্র শবেকদরে কোরআন খতম করার পরামর্শ দিয়েছে।

সকল মসজিদ কমিটি, ইমাম, খতিব, মুসল্লি এবং সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এক সম্মানিত অনুরোধ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top