শনিবার, রাত ১১:৩৩, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার, রাত ১১:৩৩, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞানীদের দাবি, ৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে ছিল সমুদ্রসৈকত

নাসা

মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল, তা জানার জন্য বহুদিন ধরেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি, মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে ৩০০ কোটি বছর আগে বিলুপ্ত হওয়া একটি সমুদ্রসৈকতের সন্ধান পাওয়া গেছে। চীনের ঝুরং রোভারের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এক দল সম্প্রতি পিএনএএস জার্নালে এ বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে।

বিজ্ঞানীদের মতে, মঙ্গল গ্রহের উল্কাগুলি বিশ্লেষণ করে জানা গেছে, প্রায় ৪৫০ কোটি বছর আগে সেখানে পানির উপস্থিতি ছিল। এছাড়া, ৩৬০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের প্রায় অর্ধেক এলাকা জুড়ে ছিল মহাসাগর। এই নতুন গবেষণায় মঙ্গলে ৩০০ কোটি বছরের পুরনো একটি সমুদ্রসৈকতের খোঁজ পাওয়া গেছে।

গুয়াংঝু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জিয়ানহুই লির নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ঝুরং রোভারের পাঠানো তথ্য বিশ্লেষণ করে মঙ্গলের উপকূলরেখায় বেশ কিছু শিলার সন্ধান পাওয়া গেছে, যেগুলি সমুদ্রের পানির প্রভাবিত। এই প্রমাণগুলো ধারণা দিচ্ছে যে, মঙ্গল গ্রহে এক সময় প্রাণ ধারণের জন্য উপযোগী পরিবেশ ছিল। ঝুরং রোভারটি ২০২০ সালে মঙ্গলে পাঠানো হয় এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউটোপিয়া প্ল্যানিটিয়া এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top