ওয়াহিদুজ্জামান বেড়া পাবনা–
পাবনা বেড়া আঞ্চলিক সড়কের সাঁথিয়ার তলট নামক স্থানে শুক্রবার গভীর রাতে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বাস ট্রাক সিএনজি মাইক্রোবাসসহ কমপক্ষে ৩০ টি গাড়িতে ঘন্টাব্যাপী গণ ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় জনমনে ব্যাপক আতংক সৃস্টি হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে ৩০ /৪০ জনের একদল দুস্কুতকারী দেশী অস্ত্রে সজ্জিত হয়ে টলট নামক স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে পণ্য ও যাত্রীবাহী পরিবহন গুলোতে প্রতিবন্ধকতা সৃস্টি করে ডাকাতি শুরু করেন।এ সময় রাস্তার উভয় পাশের অন্তত ৩০ /৩৫ টি গাড়িতে তারা নির্বিঘ্নে ডাকাতি করে পালিয়ে যায়। এসময় তারা যাত্রীদেরকে মারধর করে নগদ অর্থ প্রবাস ফেরত যাত্রীর লাগেজ মোবাইল ফোনসহ কয়েক লক্ষটাকার মুল্যবান জিনিস পত্র নিয়ে লুটে নেয়। আক্রান্তদের অভিযোগ ডাকাতির ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে সাহায্য চাইলে পুলিশ প্রায় দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়।
ডাকাদের কবলে পরা আব্দুস সালাম নামে এক বাসযাত্রী জানান,তাদের বহনকারী বাসটি যখন তলট নামক স্থানে পৌঁছে তখন ডাকাত দল রাস্তা অবরোধের করে কয়েক দলে বিভক্ত হয়ে ডাকাতি সংগঠিত করতে ছিলো। তিনি দেখতে পান পাঁচ ছয়জনের একটি দল তাদের বাসের সামনের একটি ট্রাকের ড্রাইভার হেলপারকে মারধর করতে ছিলো। এসময় তাদের বাসটি সেখানে পৌঁছলে রাস্তার নিচে অবস্থান করা অন্যএকটি গ্রুপের প্রধানের নাম ধরে ডাক দিলে রাস্তার পাশে অবস্থান করা পাঁচ ছয়জনের অপর দলটি মুহূর্তে মধ্যে তাদের বাসের ওপর ঝাপিয়ে পড়ে যাত্রীদেরকে জিম্মি করে ফেলে এবং সব কিছু লুটে নেয়। এভাবে ডাকাতরক প্রতিটি পরিবহন ডাকাতি করে রাস্তায় দাড়িয়ে থাকতে বাধ্য করে।তারা ঘন্টার অধিক সময় ধরে ডাকাতি করে পালিয়ে যাবার পর উভয় পার্শের পরিবহন তাদের গন্তব্য দিকে রওনা দেয়।
বাবু নামের স্থানীয় এক ইউপি সদস্য বলেন, আঞ্চলিক এ সড়ক দিয়ে দিনরাত পরিবহন চলাচল করে। আগে মাঝে মধ্যেই এখানে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটতো। ছয় সাত মাস হলো এগুলো বন্ধ থাকার পর হটাৎ করে এমন গণডাকতির ঘটনায় এ রাস্তাদিয়ে চলাচল করা মানুষের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌছেছে।তবে তারা তাৎক্ষণিক ভাবে ডাকাতদের আটক করতে পারেনি। তাদের আটকের জন্য পুলিশ চেস্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের আটক করতে সক্ষম হবেন তারা।