নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার–
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুঃস্তদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে প্রবাসী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে: ৫ কেজি চাউল, ১ কেজি তেল ১ কেজি ডাউন, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি পিঁয়াজ ও ২ কেজি ছোলা সহ মোট ৮ প্রকারের খাদ্য সামগ্রী। এ সময় মোট ৬০ জন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। গোয়ালন্দ প্রবাসী ফোরামের সদস্য সাবেক অধ্যাপক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাকিবুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ শাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা আরিফা বেগম, মো। সিরাজুল ইসলাম , মো.আকরাম হোসেন, মো. সাগর হাসান, মোহাম্মদ আখতারুজ্জামান রনি, মোহাম্মদ নজরুল ইসলাম মো. শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । গোয়ালন্দ প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা গাজী সাইফুল ইসলাম বলেন, প্রবাসী ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন আমরা অবহেলিত প্রবাসী সহ সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য সামাজিক কাজ করে যাচ্ছি। আমাদের এই সামাজিক কাজগুলো অব্যাহত থাকবে। গোয়ালন্দ প্রবাসী ফোরাম ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংগঠনটি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির মত সামাজিক কাজগুলো করে আসছে।
ছবি যুক্ত: নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-