রবিবার, বিকাল ৩:০৩, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, বিকাল ৩:০৩, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করা হয়েছে

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

পৃথিবী ছেড়ে চলে গেলেন, রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ৮নং ওয়ার্ডের বিপিন রায়েরপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত রেলওয়ের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ওয়াজেদ শনিবার (১মার্চ) ভোর ৪টার দিকে তিনি নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পরে দিন বাদ জোহর পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত কালে তিনি ১ছেলে সন্তান রেখে গেছে। আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শেষবারের মতো তাঁকে একনজর দেখতে তাঁর সহযোদ্ধা সহ স্বজনরা ছুটে যান তাঁর নিজ বাড়িতে। বুধবার ০১/০৩/২০২৫ দুপুর ২ টা ২০ মিনিটে পৌর ৭নং ওয়ার্ডে অবস্থিত মসজিদ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা ওয়াজেদকে রাষ্ট্রীয় মর্যাদা সালাম প্রদান করেন,গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ পুলিশের একটি চৌকস দল।

এ সময় ওই স্থানেই বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম মোল্লা,পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মুনতাহার রাতুল, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা, পৌর ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন মৃধা। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে (গোরস্থানে) দাফন সম্পন্ন করা হয়েছে।

ছবি যুক্ত: নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top