রবিবার, রাত ৯:১১, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার, রাত ৯:১১, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের উপস্থিতি দেখে ভয়ে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম নগরের খুলশী থানায় আজ বিকেলে পুলিশের অভিযানে এসে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহত ব্যক্তির নাম লাল মিয়া (৬০), তিনি খুলশী থানা ডেবারপাড় সি ইউনিট আওয়ামী লীগের সহকারী আপ্যায়ন সম্পাদক ছিলেন।

লাল মিয়া (৬০)

উত্তর লালখান বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং খুলশী থানা বিএনপির সদস্য ফারুক শিকদার জানিয়েছেন, আজ বিকেলে খুলশী থানার এসআই রবিউল আলম মোটরসাইকেলে লাল মিয়ার মুদিদোকানের সামনে এসে তাকে ১০ মিনিট সময় দিয়ে দোকান থেকে বের হতে বলেন। এর কিছুক্ষণ পরই দোকানের ভিতরে পড়ে যান লাল মিয়া। ওই সময় তার ছেলে রাকিবুল হাসানও দোকানে উপস্থিত ছিলেন। পরে লাল মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এসআই রবিউল ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।

ফারুক শিকদার অভিযোগ করেন, এসআই রবিউল আলম প্রায়ই এলাকার নিরীহ মানুষদের হয়রানি করেন। তবে লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করা হবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে জানান, এসআই রবিউল আলম অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন। লাল মিয়ার দোকানের পাশেই ওই আসামির বাসা ছিল, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, এসআই রবিউল কাউকে ভয়ভীতি দেখাননি এবং নিরীহ লোকজনকে কখনও হয়রানি করেন না। তবে এলাকায় কিছু লোক অভিযোগ তুলছেন যে এসআই রবিউল তাদের হয়রানি করেছেন। এর পরিপ্রেক্ষিতে ওসি মজিবুর রহমান বলেন, তিনি এই অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top