নাজমুল হোসেন,স্টাফ রিপোর্টার-
রাজবাড়ীর কালুখালীতে জলি খাতুন (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ভিকটিম হলো :রাজবাড়ী জেলার,কালুখালী থানা, বোয়ালিয়া ইউনিয়ন ও গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জহুরুল মিয়ার স্ত্রী জলি খাতুন (২৩)। জহুরুল মিয়া ও জলি খাতুনের বৈবাহিক সংসার জীবনে মাসুরা (৩) নামে বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ভিকটিম জলি খাতুনের শাশুড়ি ঝর্না বেগম বলেন, গতরাতে জলি খাতুন এর শারীরিক অবস্থা ভালো না থাকায় সেহরিতে ডাকতে বারণ করে তাই আমি সেহেরীতে ডাকি নাই। সকাল সাড়ে ৮টার সময় আমি তাঁকে ডাকি কিন্তু কোন সাড়া না পেয়ে জানালা দিয়ে ডাকার চেষ্টা করি তখন ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাই এবং চিৎকার করলে আশপাশের প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করি। পরবর্তীতে কালুখালি থানায় জানাই । কালুখালি থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পাওয়ার মাত্রই পুলিশ ঘটনার স্থলে যান। ভিকটিম ও গলায় ফাঁস দেওয়ার আলামত জব্দ করা হয়। বিষয় ঘটনাটির তদন্তধীন রয়েছে।