৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের প্রকৃত স্বাধীনতা ছিলোনাঃ রফিকুল ইসলাম খাঁন
বায়েজিদ হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ১৯৭১ আর ২০২৪ এর গণঅভ্যুত্থান এক নয়। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীন বাংলাদেশের মানুষের ছিলো না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ সেই স্বাধীনতা ফিরে পেয়েছে।
তিনি আরো বলেন, শুধু আমরা আমাদের একসাথে বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম তারা কি কোন স্বাধীনতা পেয়েছে? ওনারা গত ২০২৪ সালের ২৮ অক্টোবর মিটিং পর্যন্ত করতে পারেননি। বিএনপি কে কেন মিটিং থেকে পালিয়ে যেতো হলো? বিএনপির লেকেরা তো কাউকে আক্রমণ করেননি। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরেছে? তারমানে আমরা কি স্বাধীন ছিলাম? তিনি আরো বলেন, গণতান্ত্রিকভাবে আমরা স্বাধীন ছিলাম না, রাজনৈতিক ভাবে আমরা স্বাধীন ছিলাম না,ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা স্বাধীন ছিলাম না, অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন ছিলাম না। ছাত্রজনতা আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এসময় তিনি আরো বলেন তিনি উল্লাপাড়া থেকে সংসদ নির্বাচনে জয়ী হলে উল্লাপাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন।
শনিবার বিকেল ৫ টায় উল্লাপাড়া প্রেসক্লাবে আয়োজিত মতবিনিম সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আনিছুর রহমান লিটন, মইনুল হোসাইন, রায়হান আলী, মেসবাহুল হক মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আঃ বারী, পৌর জামায়াতের আমির আব্দুল করিম, উপজেলা জাায়াতের কর্ম পরিষোদ সদস্য রফিকুল ইসলাম প্রধান,জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি আতাউর রহমান ও সেক্রেটার আল আমিন হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।