শনিবার, সকাল ১১:৪৬, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার, সকাল ১১:৪৬, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ট্যাংকলরী ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে, এবং আব্দুল মমিন (৩২), উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজ এলাকায় পৌঁছালে সিএনজিটির সঙ্গে একটি ট্যাংকলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুই জন নিহত এবং ৪ জন আহত হন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top