অদ্য ০২/০৪/২০২৫ উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার হাঁটিকুমরুল ইউনিয়ন পরিষদের পরপর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, জননেতা হেদায়েতুল আলম (আলম রেজা)কে সলঙ্গা থানা পুলিশ গ্রফতার করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আলম রেজার নিজ গ্রাম চড়িয়া শিকার আকন্দ পাড়ায়। তিনি আপন ভাতিজার বিয়েতে অংশ নেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। প্রতিপক্ষ রাজনৈতিক দলের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সলঙ্গা থানা পুলিশ খরব পেয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। হেদায়েতুল আলম (আলম রেজা) পরপর তিন বারের নির্বাচিত হেভিওয়েট জনপ্রিয় চেয়ারম্যান।
বর্তমানে সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এই জননন্দিত নিরহংকারী, সদালাপী, গণমানুষের নেতা আগেও সলঙ্গা থানা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক থাকাকালীন,দলের গুরুদায়িত্ব পালনে ভূমিকা রেখেছিলেন।
ব্যুরো চিফ।