বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার সঙ্গে স্থবির হয়ে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা নতুন করে এগিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে একটি গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। সেই উদ্দেশ্যে প্রায় ১৫ বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে অংশ নিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে আমনা বালুচ।
খসড়া সূচি অনুযায়ী, আমনা বালুচ বুধবার দুপুরের পর ঢাকায় পৌঁছাবেন। পরদিন সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পর মধ্যাহ্নভোজের সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, “১৭ এপ্রিল ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রায় ১৫ বছর পর এই বৈঠকটি হতে যাচ্ছে, যেখানে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ইতিহাসভিত্তিক অনিষ্পন্ন বিষয়গুলিও আলোচনায় আসবে।”
সূত্রমতে, এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে। বিশেষ করে, দ্বিপক্ষীয় সম্পর্ক অতীতে টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও, বহু আন্তর্জাতিক ফোরামে এক দেশ অন্য দেশকে ভোট কিংবা বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করে আসছে।
এছাড়া জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সংযুক্তির মতো বিষয়গুলোতে আলোচনা হবে।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, “১৫ বছর পর এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক হওয়াকে আমরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছি। আমরা আশাবাদী, এই আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে।”
তিনি আরও জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে এপ্রিল মাসের মধ্যেই এই সফর আয়োজন নিয়ে দুই দেশ কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ২২ থেকে ২৪ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরের ব্যাপারে প্রাথমিকভাবে দুই দেশ সম্মত হলেও, ওই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কাতার সফরে থাকবেন এবং সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সে কারণে এখন সফরটি এপ্রিলের শেষ সপ্তাহে আয়োজনের বিষয়ে দুই পক্ষের আলোচনা চলছে।