বৃহস্পতিবার, দুপুর ১২:৫৩, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, দুপুর ১২:৫৩, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে গুলি চালানোর নির্দেশের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার

জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা এক গণহত্যা মামলায় তারা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

বার্তায় জানানো হয়, নরসিংদীতে ঘটে যাওয়া গণহত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে সোমবার তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। এরপর ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন।

অন্যদিকে, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুলাই নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন দশম শ্রেণির ছাত্র তাহমিদ ভূইয়া। তার মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং লাশ নিয়ে মিছিল করার সময় ফের গুলি চালানো হলে আরও একজন প্রাণ হারান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top