আবার কেন দুঃখ কিনি চড়া দামে !
আবার কেন দুঃখ কিনি চড়া দামে ?
দুঃখ জরার রাত্রি-দিনে ভন্ডরা সব বাটপার বলে সাধুজনে।
ভন্ডরা সব তামাম খেয়ে নাদুশনুদুশ,
সাধুর রুচি ধার ধারে না উষ্ণ জলের ভংগ প্রভুর মিষ্ট জলে,
তাইতে সাধক আটকা পড়ে ঋনের জালে।
ঘর-বাহিরে সাধুর বন্ধু একজনও নাই,
এতেই সাধু ঘর ছাড়িয়া আড়ালে যায়।
হায় হাসি পায় ভন্ডরা সব সাধু সেজে ডংকা বাজায়।
অর্থপ্রভুর দাস-দাসীরা বেশ আছে বেশ,
বস্তুভোগের ভুল বিছানায় করছে আয়েশ।
খিদের জ্বালায় জ্বলছে রে সব দিল মানে না,
প্রতাপশালী ভন্ডরা সব খুব সেয়ানা।
কাটছে পকেট শ্রম বেচা ঐ শ্রমিকজনের,
আচ্ছা শ্রমিক এতই সরল শঠ চেনে না।
ধুত্তেরি তোর ভন্ড সমাজ উচ্ছনে যাক,
মায়ার সাগর যতই উঠুক উদ্বেলিয়ে,
ধার ধারি না মায়ার পেখম আচ্ছালিয়ে।
যা দেখেছি মন মগজে তাই বলি ভাই
বস্তুসাধের শর্ত ছাড়া কেউ সাথে নাই।
ওমর ফারুক