শুক্রবার, সকাল ১০:১৮, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার, সকাল ১০:১৮, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে শেষ হলো তিনদিনব্যাপী চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব

ব্যুরো চিফ

প্রতিবারের মতো এবারও পাবনার ঈশ্বরদীর চরগড়গড়ীর চরনিকেতনে পহেলা বৈশাখ থেকে এই সাহিত্য উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব আখতারুজ্জামান আখতার ও কবি শেখ রবিউল হক। ভারত থেকে আগত কবি অরুপ কুমার ভূঁইয়া। শিক্ষাবিদ আলহাজ্ব মহাতাব উদ্দিন বিশ্বাস সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিক।

সাহিত্য উৎসবে দেশ ও দেশের বাইরের শতাধিক কবি,লেখক, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকাশক, বিভিন্ন পেশার সমাজকর্মী ও উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন। পাশাপাশি উৎসবের শেষদিনে, এই উৎসবের প্রবর্তক কবি মজিদ মাহমুদের ৬০ তম জন্মদিন পালন করা হয়। উৎসবে বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, বাউল সঙ্গীত ও জারীগানেরও আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top