ব্যুরো চিফ।
১৮/০৪/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বি এন পির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন আজাদ উল্লাপাড়া থানা মসজিদে জুম্মার নামাজ আদায় শেষ করে থানা গেটের সামনে দাঁড়ালে, পিছনদিক থেকে জামাত শিবিরের ৮/১০ জন নেতাকর্মী অতর্কিত আজাদের উপর হামলা করে গুরুতর জখম করে পালিয়ে যায়। খরব পেয়ে বি এন পি দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট কাওয়াক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার বিবরণে উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নিয়ামুল হক জানান, এবছর অটোরিকশার টোল আদায়ের ইজারা পায় জামাত শিবিরের নেতারা। বৃহস্পতিবার ও শুক্রবার উল্লাপাড়া বাস টার্মিনালে তারা ইজারার টাকা তুলতে গেলে আজাদের লোকজনের সাথে তর্কে জড়ান। এই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় উল্লাপাড়া উপজেলা বি এন পি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বি এন পি নেতা আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, যুবদল নেতা গোলাম মোস্তফা, নিক্সন কুমার আমিন জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করতে হবে। তা-না হলে এই জঘন্য হামলার দায়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।