ব্যুরো চিফ।
কাঁঠাল গাছের পাতা কাটা নিয়ে মারামারির ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজিজুল হক (৩৩) নামের একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার অভিযোগ করেন, আজিজুল হক দুপুরে তার নিজ বাড়ির কাঁঠাল গাছের পাতা কেটে ছাগলকে খাওয়ানোর উদ্দেশ্যে ঐ কাঁঠাল গাছের পাতা কেটে কেটে জমিতে ফেলে দেয়। এসময় পাশের বাড়ির হাজী আশরাফ আলী নিজে ও তার দুই ছেলে নুর মোহাম্মদ, ও নুরে আলম লোহার রড ও কাঠের বাটাম দিয়ে আজিজুল হককে, এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। এসময় আহতের ডাক চিৎকারে এলাকাবাসী এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে, প্রথমে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। কিছুক্ষনের মধ্যে অবস্থার অবনতি হলে, দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আজিজুল হকের মৃত্যু হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতের লাশ ঢাকায় রয়েছে, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।